“একাধিক রাজ্য সরকারি অফিস ঘিরে রাখা কো-অডিনেশন কমিটির তালিকা তৈরি করুন,” জলপাইগুড়িতে নির্দেশ মন্ত্রী মানস ভুঁইঞার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর: ‘এখনও বিডিও অফিস, বিএলআরও সহ একাধিক সরকারি অফিস কো-অডিনেশন কমিটি ঘিরে রেখেছে। আমি নির্দেশ দিয়ে যাচ্ছি এদের তালিকা তৈরি করুন, এরা কারা,’ শনিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারির তিন জেলার কনভেশন থেকে এই নির্দেশ দিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা ফেডারেশনের রাজ্য সভাপতি মানস ভুঁইঞা। অন্যদিকে
এদিনের মঞ্চ থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে দেশকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা দেন।

এদিন তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার
জেলা কমিটির কনভেশন হলো শহরের আর্ট গ্যালারিতে। কনভেনশনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ, চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মোস্তাফি প্রমুখ।

এদিনের কনভেশন থেকে সিপিএম, বিজেপিকে আক্রমণ শানান মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারি অফিসে এখনও কো-অডিনেশন কমিটি রয়েছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কাজকে টেনে নামানোর চেষ্টা করছে। মঞ্চ থেকে তিনি কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, এদের তালিকা তৈরি করুন। জেলা পরিষদ, বিধায়কদের সরকারি কাজ কোথায় কী হচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও এদিন তিনি বলেন, রাজ্য একাধিক বিষয়ে এগিয়ে থাকার পরেও রাজ্যের পাপ্য টাকা আটকে রাখছে কেন্দ্রের বিজেপি সরকার।

এদিন কনভেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, “সরকারি দফতরে রাজ্য সরকারের একাধিক কাজ হচ্ছে। সেগুলোতে যেন কারও কোন সমস্যা না হয় সেটা দেখতে বলা হলো। আর এই সিপিএমের যৌথকে বলবো আন্দোলন না করে বিশ্রাম করতে। রাজ্য সরকার তিন দফায় দশ শতাংশ ডিএ দিয়েছে। যৌথ মঞ্চ যেন বিশ্রাম করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *