পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হাউর এবং রাধামোহনপুর রেল স্টেশনের মাঝে রেললাইনে আজ সকালে স্থানীয় বাসিন্দারা ফাটল লক্ষ্য করেন। ঐ সময় ঐ লাইন দিয়েই সাঁতরাগাছি- ঝাড়গ্রাম লোকাল ট্রেন আসছিল। গ্রামবাসীরা লাল গামছা নাড়িয়ে ট্রেনটিকে থামায়।
সাঁতরাগাছি- ঝাড়গ্রাম (০৮০৬৯) লোকাল ট্রেনের মোটরম্যানের ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো যায়। প্রায় ৫ ঘন্টা পরে দুপুরে লাইন মেরামত করার পর ঐ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার রাজেশ কুমার রেল লাইনে ফাটলের ঘটনাকে প্রথমে অস্বীকার করলেও পরে এই ফাটলকে শীতকালে রেল লাইনের সাধারণ ফাটল বলে জানিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানান, রাত দশটা থেকে সকাল ছ’টা পর্যন্ত রেল লাইনের নজরদারির জন্য কর্মী নিয়োগ করা হয়েছে।