জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: গতকাল জেলা সিপিএম নেতৃত্বের ওপর গড়বেতায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজ শুক্রবার ধিক্কার মিছিল করল সিপিএম।
গতকাল গড়বেতার ধাদিকাতে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য তপন ঘোষ ও দিবাকর সামন্ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর সিপিএমের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, আক্রমণকারীরা তৃণমূল আশ্রিত। সেই হামলার ঘটনার প্রতিবাদে আজ গড়বেতা বাজারে জেলা সিপিএমের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির নেতা তাপস সিনহা। মিছিল থেকে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বলে
জানাগেছে।
তৃণমূলের পক্ষ থেকে যদিও এই হামলার ঘটনার সঙ্গে কোনও তৃণমূল নেতাকর্মীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।


