আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্য সিপিএমের উদ্যোগে চলছে ত্রাণ সংগ্রহের কাজ। এই কর্মসূচির সাথে তাল মিলিয়ে দলের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে তিন দিন ধরে ত্রাণ তহবিল সংগ্রহ হল শহরের রাজাবাজার, কলেজ রোড, কোতওয়ালী বাজার, স্কুল বাজার এলাকায়। তিন দিনে ত্রাণ তহবিল হিসেবে সংগৃহীত দশ হাজার দুশো পঁচিশ টাকা দলের জেলা কমিটির মাধ্যমে দলের রাজ্য কমিটির আমফান ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়।
এই ত্রাণ তহবিল সংগ্রহ কর্মসূচিতে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুকুমার আচার্য, কুন্দন গোপ, সুব্রত চক্রবর্তী, অভিজিৎ দে, মৃণাল শুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের তরফ থেকে ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া জণগনকে অভিনন্দন জানানো হয়েছে।