আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ এপ্রিল: লকডাউনের বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা দাবিতে শরীরে পোষ্টার ঝুলিয়ে প্রতিবাদে সামিল হল সিপিএমের খড়্গপুর শহরের পূর্ব এরিয়া কমিটি। শনিবার সকালে ইন্দা কমলা কেবিন এলাকায় শরীরে পোষ্টার ঝুলিয়ে নানা দাবি তোলে সিপিএম নেতৃত্ব।
মূল দাবি গুলি ছিল, করোনা পরিস্থিতিতে চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রীর সুবন্দোবস্ত করা, দ্রুত গতিতে আরো বেশি হারে করোনা সংক্রমণ পরীক্ষার ব্যবস্থা করা, করোনা সংক্রান্ত যথাযথ তথ্য প্রকাশ, লকডাউনের সময় সমস্ত গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিবার পিছু কমপক্ষে ৩৫ কেজি চাল সরবরাহ, সমাজের সমস্ত অংশের মানুষের জন্য খাদ্য শস্যের সরবরাহের বন্দোবস্ত করা, অবিলম্বে রেশনে দুর্নীতি রোধ এবং রেশন সামগ্রী পাচার রোধে কড়া ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
এদিনের কর্মসূচিতে সবুজ ঘোড়াই, জয়দীপ বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে এই সকল দাবিত দলের পক্ষ থেকে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছিল।