পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন সিপিএম নেতা-কর্মীরা। সিপিএমের মহিলা কর্মী ও নেত্রীদের ওপরও আক্রমণ করার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায়।
সিপিএমের দাবি, এদিন পিংলায় দলের নেতা-কর্মীরা মনোনয়ন দিতে যাচ্ছিলেন।তাদের সঙ্গে ছিলেন দলের জেলা কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সম্পদিকা নাসিমা বিবি’ও। নাসিমা বিবি সহ আট জনকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সকলেই কম বেশি জখম হয়েছেন।
অভিযোগ, বিডিও অফিসে যখন তাঁরা মনোনয়ন জমা দিতে যান তখন বিডিও অফিসের কাছে পুলিশের সামনেই পথ আটকায় তৃণমূল। মনোনয়ন জমা দিতে বাধা দেয়। কিন্তু বাধা না মানায় লাঠি, রড দিয়ে আক্রমণ করা হয়।
কয়েকটি মনোনয়ন পত্র সহ ভোটার কার্ড, আধার কার্ডও ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বিষয়টি অস্বীকার করে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির বক্তব্য, “কোথাও রক্ত ঝড়েনি। সবাইকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়েছে এবং মিষ্টি খাওয়ানো হচ্ছে।”