সাথী দাস, পুরুলিয়া, ১৩ জানুয়ারি: বান্দোয়ানে গুলিবিদ্ধ হলেন এক সিপিএম নেতা। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বান্দোয়ানের ঘাঘরজুড়ি মোড়ের কাছে। কুচিয়ায় দলের একটি বৈঠক সেরে মাকপালী গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন বান্দোয়ান এরিয়া কমিটির সদস্য কৃষ্ণপদ টুডু। তিনি যুব জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও। হঠাৎ বাইকে করে এসে তিন দুষ্কৃতী তার উপর গুলি চালাতে শুরু করে। তাঁর বাঁ হাতে দুটো এবং ডান দিকে একটি গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, “এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।”
ধৃতদের মধ্যে শম্ভু বলে একজন দাবি করেছেন ওই নেতা পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন চাকরি দেবার নাম করে। কিন্তু চাকরি আর দেননি, টাকাও ফেরৎ দেননি তিনি। এরকম বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন ওই সিপিএম নেতা। ধৃতদের বাড়ি বান্দোয়ান থানার বিভিন্ন গ্রামে।

