মার্কস, রঘুনাথ, প্রীতিলতার জন্মদিনে চন্দ্রকোনা রোডে সিপিএমের ত্রাণ বিতরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে দার্শনিক কার্ল মার্কস, অলচিকি হরফের স্রষ্টা তথা সাঁওতালী ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ পন্ডিত রঘুনাথ মুরমু ও স্বাধীনতা সংগ্রামী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিনকে সামনে রেখে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নং ব্লকের সিপিএমের চন্দ্রকোনা রোড এরিয়া কমিটির উদ্যোগে ত্রাণ বিলি করা হল ভাতুরবাঁধি ও দোতাল এলাকায়।

এদিন ত্রাণ কর্মসূচির আগে ঘাগরায় অবস্থিত দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি মার্কস, রঘুনাথ ও প্রীতিলতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় ভাতুরবাঁধি ও দোতাল এলাকার ৭০টি আদিবাসী পরিবারের মধ্যে চাল, সোয়াবিন, সাবান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সিপিএমের পক্ষে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব নীলাঞ্জন ব্যানার্জি, বুদ্ধ মাহাতো, নিমাই কোলে, বাবুলাল মুর্মু, বীরু হেমব্রম, অনিরূদ্ধ কোলে প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১১ সালে রাজ্যে পালবদলের পর এই এলাকায় এটি ছিল সিপিএমের উদ্যোগে ঘোষিত দ্বিতীয় প্রকাশ্য কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *