জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর:
রাজ্যের শাসক দলের লাগাতার দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের রেল, ব্যাঙ্ক সহ একাধিক সরকারি সম্পত্তি বেসরকারিকরণের বিরুদ্ধে মঙ্গলবার লালগড়ের বিডিওকে ডেপুটেশন দিয়েছে সিপিএম। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়া এবং রেশনের চাল চুরি সহ মোট একুশ দফা অভিযোগ এবং দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে ঝাড়গ্রামের বামফ্রন্ট নেতৃত্ব জানিয়েছেন।

এদিন লালগড়ের দলীয় কার্যালয় থেকে কর্মীদের নিয়ে মিছিল শুরু করে দুপুর ১টা নাগাদ ব্লক অফিসে উপস্থিত হন বামফ্রন্টের ঝাড়গ্রাম জেলা কমিটির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মধুজা সেন রায়, জেলা সম্পাদক ডাঃ পুলীন বিহারী বাস্কে, বিনপুর এরিয়া কমিটির সম্পাদক ঐক্য নামাতা সহ অন্যান্যরা।

