সামাজিক দূরত্ব বজায় রেখে বামেদের ডেপুটেশন

আমাদের ভারত, হাওড়া, ১৯ এপ্রিল: করোনা ভাইরাসে আক্রান্তের সঠিক তথ্য জানা সহ ১১ দফা দাবিতে রবিবার বিকেলে বামফ্রন্টের পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে স্মারক লিপি দেওয়া হল। এদিনের এই কর্মসূচিতে শতাধিক বাম নেতা কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেয়।

এদিন বাম নেতৃত্ব অভিযোগ করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা আক্রান্তের সঠিক তথ্য না জানানোয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এমনকি নাইসেডে ২৬ হাজার কিট পড়ে থাকলেও সেগুলো ব্যাবহার করা হচ্ছে না। তারা অভিযোগ করেন, চিকিৎসকরা যেখানে পরীক্ষার কথা বলছেন সেখানে রাজ্য সরকার মানুষকে পরীক্ষা না করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এমনকি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি পরিবারগুলিকে আর্থিক সাহায্যের দাবি জানান বাম নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের তরফে আয়করের আওতার বাইরে থাকা প্রতিটি পরিবারকে ৭৫০০ টাকা করে দেওয়ারও দাবি জানান বাম নেতৃত্ব। অবিলম্বে জেলা ও ব্লক স্তরে সর্বদলীয় বৈঠক করার পাশাপাশি করোনা নিয়ে জনগণকে সচেতন করার দাবি সম্মিলিত স্মারক লিপি জমা দেন বাম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *