স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ ডিসেম্বর:
শুক্রবার তেহট্ট থানার শ্যামনগর এলাকায় কৃষি আইন প্রত্যাহার ও কৃষক আন্দলনের সমর্থনে সিপিএম রাস্তা অবরোধ করে। এদিন বেলা তিনটে থেকে চারটে পর্যন্ত
কৃষ্ণনগর পাটিকাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এদিন সিপিএম সমর্থকরা রাস্তার উপর ধান ছড়িয়ে এই বিক্ষোভে সামিল হয়। তারা লাঙল নিয়েও এই অবরোধে যোগ দেন। এর জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে রাস্তা অবরোধ তুলে দেয়।

এদিনের এই বিক্ষোভ নিয়ে নদিয়া জেলা কমিটির সদস্য সুবোধ বিশ্বাস বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যে
কৃষি আইন করেছে তা কৃষকদের পক্ষে ক্ষতিকর। সেই কারণে দিল্লিতে এই আইনের প্রতিবাদে কৃষক বিক্ষোভ চলছে। তাঁদের সমর্থন করতে ও কৃষি আইন বাতিল করার দাবিতে এই রাস্তা অবরোধ।


