অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১জুলাই:
ফের বিজেপির ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর। বুধবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আশুইতে সাতমা ১ নং অঞ্চল, আমরদা ২ নং অঞ্চল, শাসড়া ৩ নং অঞ্চল ও সারিয়া ৪ নম্বর অঞ্চল থেকে ৪০০ জন কর্মী বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপত বীরবাহা সরেন টুডু ও নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, মেদিনীপুরের প্রাপ্তন ছাত্র নেতা লোকেশ কর, গোবল্লভপুরের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষ, গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, রঞ্জিত মহাকুল ও তৃণমূলের অন্যান্য কর্মীর সমর্থকরা।