আমাদের ভারত, ৯ অক্টোবর: “হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট শতাংশের বিচারে বামেদের পেছনে ফেলে জয়ী হল ‘নোটা’।”
বুধবার সামাজিক মাধ্যমে ছবি-সহ এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “নোটা’-তে যেখানে ০.৩৮ শতাংশ ভোট পড়েছে, সেখানে বামেদের প্রাপ্ত ভোটের হার, সিপিআই:- ০.০১ শতাংশ, সিপিআইএম:- ০.২৬ শতাংশ। আবার প্রমাণ হলো বামেরা মানুষের কাছে প্রত্যাখ্যাত।”
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হরিয়ানায় ৪৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৪৬টি আসন। কংগ্রেস জিতেছে ৩৭ আসন। ভোটগণণার শুরুতে হরিয়ানাতে এগিয়ে ছিল কংগ্রেস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবি পাল্টে যায়।