আমাদের ভারত, হাওড়া, ১২ ডিসেম্বর: লোকসভার পর রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল। আর এই বিলকে হাতিয়ার করে এবার পথে নামল বামেরা। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখাল সিপিএম। এদিন বিকেলে সিপিএম কর্মী-সমর্থকরা উলুবেড়িয়া গরুহাটা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে উলুবেড়িয়া স্টেশন মোড়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অমিত শাহের কুশপুতুল দাহ করে। এদিনের এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবির উদ্দিন মোল্লা।
অন্যদিকে এদিন বিকেলে একই দাবিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হঠিয়ে দেয়।