জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুলাই: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআই অভিনব প্রতিবাদ জানিয়েছে। গরুর গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলে জুতোর মালা পরিয়ে খড়্গপুর শহরের আইআইটি বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার পদযাত্রা করেছেন দলীয় নেতা কর্মীরা। পদযাত্রা শেষে স্থানীয় একটি পেট্রোল পাম্পের সামনে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ বিক্ষোভ দেখান।

সিপিআইয়ের জেলা সহসম্পাদক আইয়ুব আলী বলেন, আচ্ছে দিন দেখানোর স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে মোদীর সরকার, তাই এই প্রতিবাদ, পদযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন।


