আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ জুলাই: পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে আবারো রাজ্যজুড়ে একটা বন্ধের ডাক দিয়েছে বামেরা। চারটি শ্রম কোড কর বাতিলের আবেদনে বামেদের শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বুধবার। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বনধ রাজনীতি বর্তমানে না চললেও কারোর সাথে জোর করেই বনধের পথে হাঁটতে হচ্ছে শিল্পাঞ্চলের সিপিআইএম নেতা- কর্মীদের।
শিল্পাঞ্চলের নৈহাটি জুট মিল, ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল, শ্যামনগর পিন কল মোড়, এমনকি, জোর করে ট্রেন বন্ধের পথেই নামতে হয়েছে বাম সমর্থকদের। তবে সব জায়গাতেই রীতিমতো বাধার মুখে পড়েছে শাসক দল তৃণমূলের। জোর করে মিলগেট বন্ধ করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের তর্কাতর্কি বেধে যায়। বুধবার সাত সকালে ধর্মঘটের সমর্থনে শ্যামনগর ২২ নম্বর রেলগেট কিছুক্ষণ অবরোধ করার চেষ্টা করা হয়। তারপরেই শ্যামনগর পিন কল মোড় অবরোধ করতে গেলে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। তবে শিল্পাঞ্চলের একাধিক মিলে বনধের প্রভাব পড়েনি। যান চলাচল ছিল সচল।
সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানান, মিল, কারখানা সব বন্ধ। শ্রমিকরা কাজে যোগ দেয়নি। মানুষ বনধের সমর্থনে।
পাল্টা তৃণমূল নেতৃত্ব জানান, বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ আর বনধকে সমর্থন করেন না। সবকিছুই স্বাভাবিক রয়েছে।