পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: “জব কার্ড রক্ষা করো কাজের অধিকার আদায় করো,” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে মিছিল করে বিডিও অফিসে স্মারকলিপি দিলো সুপিআইএম নেতা- কর্মীরা।
মূলত তাদের দাবিগুলি হল- একশো দিনের কাজ সহ ন্যায্য মজুরি দিতে হবে, বঞ্চিত পরিবারগুলিকে আবাস যোজনার বাড়ি দিতে হবে, এইসব দাবি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়। এদিন এই মিছিলে কয়েকশো সিপিআইএম কর্মী পা মেলান।