CPIML, Bankura, গ্রামজী ও বীজ বিলের কপি পুড়িয়ে বাঁকুড়ায় প্রতিবাদে সিপিআইএম লিবারেশনের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জানুয়ারি: গ্রামজী ও বীজ বিলের বিরুদ্ধে পথে নামলো সিপিআইএম লিবারেশন। আজ ওই দুই বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানায় সিপিআইএম লিবারেশন। সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা দেশজুড়ে প্রতিবাদ দিবসের সমর্থনে আজ বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে সিপিআই (এম-এল) লিবারেশন- এর ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ওই বিলের কপিতে আগুন লাগানো হয়।

এই সভায় বিভিন্ন বক্তা মেহনতি মানুষের শ্রমশক্তিকে কর্পোরেটদের হাতে তুলে দিতে কেন্দ্রীয় সরকার নতুন নতুন বিল আনছে বলে অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পরাজিত হয়ে মেহনতি মানুষের কাজের আইনি অধিকার কেড়ে নিতে নারেগা আইন বাতিল করে গ্রামজি নামে একটা আইন এনে চাহিদা ভিত্তিক কাজের পরিবর্তে প্রকল্প ভিত্তিক করে দিয়েছে। আর্থিক ভাবে কেন্দ্রীয় সরকার তার দায়ভার ঝেড়ে ফেলে রাজ্যের উপর চাপিয়ে দিচ্ছে। এককথায় মেহনতি মানুষের শ্রমশক্তিকে সস্তায় কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য এই আইন। একইভাবে নতুন বীজ বিল এনে বীজের বাজার দেশি- বিদেশি কর্পোরেটদের কাছে অবাধ করে দিচ্ছে। এসআইআর- এর মাধ্যমে বিজেপিকে ঘুরপথে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন নোটবন্দির মতো ভোটার লিস্ট বন্দি করতে চাইছে। তুগলঘি কায়দায় দিনের পর দিন নানা রকম ভাবে গরিব মেহনতি সাধারণ মানুষকে হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে।

এই সভায় কৃষক নেতা রাম নিবাস বাস্কে সিপিআইএমএল- এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি এবং সিপিআই- এর ভাস্কর সিনহা, এআইটিইউসি নেতা সঞ্জু বরাট উপস্থিত থেকে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে হরতাল পালনের আহ্বান জানান। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক সোমরাজ মুখার্জি এবং বিষ্ণুপুর কোর্টের আইনজীবী সায়ন্তন রায় এদিনের সভায় বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *