পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: পুলিশি যোগসাজসে রাজ্যে বাড়ছে গরু পাচার। আর এই পাচারের সঙ্গে রয়েছে তৃণমূল নেতাদের যোগ,
রবিবার মেদিনীপুরে এক চা চক্রে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আজ সকালে মেদিনীপুরে জনসংযোগ কর্মসূচিতে বেরনোর পর এক চা চক্রে যোগ দেন দিলীপবাবু। পরে সেখানে তিনি সাংবাদিকদের করা একাধিক প্রশ্নের উত্তর দেন।
এদিন গরু পাচার প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যে রাজনৈতিক হত্যা, দুর্নীতি ও সন্ত্রাস হচ্ছে তার পেছনেও গরু পাচারের টাকা ব্যবহার হচ্ছে। পুরো বসিরহাট, বনগাঁ, রানাঘাট যত সীমান্ত এলাকা রয়েছে সেই সব জায়গা দিয়ে হাজার হাজার গরু পাচার হচ্ছে। আগে পাচার একটু কম হলেও বর্তমানে আবার তা বেড়েছে। পুলিশের সঙ্গে যোগসাজশ করে এখানকার তৃণমূল নেতারা গরু পাচার করছে। ঝাড়খন্ড, ওড়িশা-সহ বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসা হচ্ছে। কিন্তু পুলিশ সবকিছু জেনেও চুপ করে রয়েছে। কেন পুলিশ এই পাচার আটকাচ্ছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন? দিলীপ ঘোষ বলেন, এই গরু পাচারের ফলে অপরাধ বাড়ছে। কৃষকদের জমির ফসল নষ্ট হচ্ছে।
গত ১৫ ডিসেম্বর খড়্গপুরের এক সভায় যোগ দিয়ে দিলীপ ঘোষ ও হিরণের কাজের খতিয়ান তুলে ধরে মন্তব্য করেছিলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সেই প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন, আমি আমার হিসাব বোর্ড লাগিয়ে দিয়ে দিয়েছি এবং কত কোটি টাকার আমি প্রজেক্ট দিয়েছি। আর এদের সরকার যে পাস করেনি সেটাও দিয়ে দিয়েছি। এরপর তিনি বলেন, ওরা বলুক খড়্গপুরের জন্য দশ মাস ধরে চেয়ারম্যান দিতে পারেনি কেন?
এছাড়াও দাসপুরের সজল ধারা প্রকল্প নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্র এই প্রকল্পের জন্য টাকা দিলেও রাজ্য সেই টাকা সঠিক ভাবে ব্যবহার করতে পারছে না। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তিনি কটাক্ষ করেন।

