আমাদের ভারত, ১৩ নভেম্বর: হাতির পর এবার গরু। আবারও মানুষের চরম নিসংসতা শিকার হল একটি নিরীহ পশু। ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলায়। একটি গরুকে বিস্ফোরক ভরে খাবার খাওয়ানো হলো।
ঘটনায় গুরুতর আহত হয়েছে গরুটি। জানা গেছে গরুটির চোয়াল উড়ে গেছে। দেশজুড়ে নিরীহ পশুদের উপর অত্যাচারের মাত্রা দিন প্রতিদিন বাড়ছে।
জুন মাসে কেরালায় গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভর্তি খাবার খাইয়ে ছিলো কিছু মানুষ। প্রবল যন্ত্রণা থেকে মুক্তি পেতে সেই হাতিটি নদীর জলে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছিল। এই ঘটনায় উত্তাল হয়েছিল সারা দেশ। কেরলের নৃশংস ঘটনার কিছুদিন পরেই হিমাচল প্রদেশের একটি গরুকেও একইভাবে বিস্ফোরক ভর্তি খাবার খাইয়ে ছিল কেউ বা কারা। এবার আবারও একই ঘটনা ঘটল রাজস্থানে।
গ্রামবাসী তথা গো রক্ষা কমিটি এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল প্রশাসনের উপর চাপ সোচ্চার হয়েছে। তবে পুলিশ এখনোও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
তবে গরুটিকে যে ইচ্ছা করেই বিস্ফোরক খাওয়ানো হয়েছিল বলে তাতে কোনো সন্দেহ নেই। দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কেরলে ১৫ বছর বয়সী হাতির মৃত্যুর পর সারা দেশ উত্তাল হয়েছিল। কিন্তু তারপরেও নিরীহ প্রাণীদের ওপরে অত্যাচারের হার কমেনি। এর আগে হিমাচলে যে গরুটিকে বিস্ফোরক খাওয়ানো হয়েছিল সেটিও গর্ভবতী ছিল।