কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর: পুলিশ দিবসে ঘাটালে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল মহকুমাশাসক দপ্তরে। ঘাটালে মহকুমা শাসকের দপ্তরে রাজ্য সরকারের পুলিশ দিবস অনুষ্ঠানে মহকুমার ১১ জন কোভিড যোদ্ধাকে শংসাপত্র ও মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মহকুমাশাসক অসীম পাল ঘাটাল থানার এসআই কোভিড যোদ্ধা মলয় রায় সহ ঘাটাল মহকুমার কনস্টেবল, হোমগার্ড, আশা কর্মী সহ মোট ১১ জনকে সংবর্ধনা দেওয়া হয়।করোনাকে জয় করে কাজে ফিরেছেন এই কোভিড যোদ্ধারা।


