এবার অনলাইনেই কভিড-১৯ টেস্টের বুকিং করা যাবে

আমাদের ভারত, ৩১ মার্চ :এবার অনলাইনে কভিড-১৯ বা করোনার পরীক্ষার বুকিং শুরু হলো। অনলাইন সংস্থা Practo প্রথম ভারতবর্ষে এই সুবিধা আনলো। ব্যাঙ্গালুরুর কোম্পানিটির সূত্রে খবর থাইরোকেয়ারর সঙ্গে হাত মিলিয়ে কভিড-১৯ শনাক্তকরণের পরীক্ষা শুরু হয়েছে।

ইতিমধ্যেই আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই টেস্টের জন্য সবুজ সংকেত দিয়েছে। তবে সারা ভারতবর্ষে এই সংস্থা এখনও কিট ডেলিভেরি করে উঠতে পারেনি। প্রাথমিকভাবে মুম্বাইতে তারা কাজ শুরু করেছেন।

তবে খুব তাড়াতাড়ি সারাদেশে কিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সংস্থার তরফে জানানো হয়েছে কভিড-১৯ টেস্টের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। টেস্ট এর অনুমতি ফর্মেও ডাক্তারের স্বাক্ষর থাকতে হবে। এছাড়া প্রয়োজন একটি ফটো আইডির।

ওয়েবসাইট থেকে এই টেস্ট করানোর জন্য বুকিং করা যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই শুধুমাত্র নমুনা সংগ্রহ করতে যাবেন। লালারস নমুনা সংগ্রহ করার সময় সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। সসমস্ত ধরনের সুরক্ষার দিকে নজর রাখা হবে একেবারে আইসিএমআর এর নির্দেশিকা মেনেই। লালা রসের নমুনা একটি ভাইটাল ট্রান্সপোর্ট মিডিয়ামে ভরে থাইরোকেয়ারের পরীক্ষাগারে পৌঁছে দেওয়া হবে।

পরীক্ষার ২৪ থেকে ৪৮ঘণ্টার মধ্যে সংস্থার সাইট থেকে পরীক্ষার ফল জানা যাবে। অনলাইনে কিট কিনতে খরচ করবে ৪৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *