পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে কোভিড ইউনিট চালু

সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে খোলা হল কোভিড ইউনিট। এই কারণে আজ হাসপাতাল চত্বরের অন্যতম একটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া হাসপাতাল চত্বরে অবাঞ্ছিতদের না থাকার জন্য মাইকিং করে ঘোষণা করা হয়। চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের সরকারি নির্দেশ মানার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের জন্য বলা হয়।

পুরুলিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ব‍্যবহার করা হচ্ছিল এতদিন। আজ পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে একটি ক‍্যাম্পাসে কোভিড ইউনিট তৈরি করে সেখানে আনা হল করোনা সংক্রমিত ১৩ জন রোগীকে।

তবে হাসপাতালের অন‍্য প্রবেশ পথে সকলের যাতায়াতের ব‍্যবস্থা করা হয়। যদিও ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ভাবে কোভিড প্রতিরোধ করার মতো পরিকাঠামো না থাকায় এতদিন তাদের হাসপাতালটিকে কোভিড হাসপাতাল হিসেবে ব‍্যবহার করা হচ্ছিল। আজ থেকে সরকারি ভাবে পুরুলিয়া সদর হাসপাতালের ওই কোভিড ইউনিটে পরীক্ষা ও আক্রান্তদের  চিকিৎসার ব‍্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *