স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারি: দুই পক্ষের সংঘর্ষে চলল গুলি। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকাজুড়ে। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ। রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় মহঃ আরিফ নামে এক যুবককে উদ্ধার করে পুলিশ। তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আরিফকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মদিনাচক এলাকায়।
স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকেই শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে।
আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালপোখরের স্থানীয় তৃণমূল নেতারা ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আরিফের কাকা মহম্মদ খলিল জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতের প্রধান মহম্মদ নাজিসের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে পুরোনো বিবাদ চলছিল বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যা থেকে অজ্ঞাত কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন গুলি চলে। তবে রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে সেবিষয়ে কেউই সঠিক কিছু জানাতে পারেনি। যদিও নাজিসের লোকজনই গুলি চালিয়েছে বলে আহতরা জানিয়েছে।
এদিকে মহম্মদ আরিফের গুলিতে মৃত্যু না অন্য কোনও কারণ রয়েছে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।