আমাদের ভারত, হাওড়া, ১৯ জানুয়ারি: সম্পর্কের টানাপোড়েনের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল যুগল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনের নলপুর ও আবাদা ষ্টেশনের মাঝে। মৃতেরা হল পুনম রায় (২১) অনুশ্রী দাস (১৭)। মৃত পুনম উলুবেড়িয়া কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং অনুশ্রী দাস মাধ্যমিক পরীক্ষার্থী। শালিমার জিআরপি মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানাগেছে, রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুরের বাসিন্দা পুনমের সঙ্গে পাঁচলা থানার সাহাপুরের বাসিন্দা অনুশ্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। যদিও দুটি পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় দুজনে বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে অবশ্য বাড়ি ফিরে এসেছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার অনুশ্রী মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ করে পুনমের সঙ্গে তার এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে যায়। রাতে মেয়ে বাড়ি না ফেরায় অনুশ্রীর বাবা পাঁচলা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে। এদিকে সোমবার পুনমের বাবাও ছেলের নিখোঁজের ব্যাপারে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করতে যায়। যদিও তাঁর অভিযোগ পুলিশ অভিযোগ না নেওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন।
অন্যদিকে পুলিশ তাদের খুঁজছে এই খবর পাওয়ার পরেই পুনম ও অনুশ্রী আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করে রাতে নলপুর চলে আসে। পরে একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় দুজনে। রাতেই জিআরপি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
দুই যুগলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের মতে, এর আগেও দুজনে বাড়ি থেকে পালিয়ে গেলেও পরে তারা ফিরে এসেছিল, কিন্তু এবারে আর ফিরল না।