সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ ডিসেম্বর: সোনামুখীর জঙ্গলে এক যুবক ও যুবতীর আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।গতকাল বিকেলে সোনামুখীর জঙ্গলে কাঠ ও জ্বালানি কুড়াতে গিয়ে এক গাছের ডালে দু’জনকে ঝুলতে দেখে কয়েকজন।খবর পেয়ে বহু মানুষ হাজির হয় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত যুবক জয়ন্ত বাউড়ি(৩৫) সোনামুখীর আট নম্বর ওয়ার্ডের দেওয়ান বাজারের বাসিন্দা। মৃত যুবতী কৃষ্ণা বাউড়ি (৩৩), বাড়ি সোনামুখীর রপটগঞ্জে। জয়ন্ত বিবাহিত। কলকাতায় কাজে যাবার নাম করে কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়। আর কৃষ্ণা বিধবা। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। সেই কারণেই উভয়ে আত্মঘাতী হয়েছে বলে অনুমান।

