জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুন: কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপস বাতিল করার সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরে চালু হল দেশীয় অ্যাপস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপসের উদ্বোধন করেন। মেদিনীপুরে অ্যাপসের সূচনা করেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াংশু সিং।
সোশ্যাল মিডিয়াগুলিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে চীনের অ্যাপস বর্জন করে দেশীয় অ্যাপস ব্যবহারের জন্য মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের এই উচ্চমাধ্যমিক ছাত্র নিজস্ব একটি অ্যাপস তৈরি করেছে। দেশীয় অ্যাপস চালু করার জন্য ছাত্রটিকে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। ৩০ জুন থেকেই অ্যাপসটি চালু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের ছাত্র প্রিয়াংশু খড়গপুর আইআইটি থেকে দুদিনের কোর্স করেছিল। সে জানিয়েছে, এই অ্যাপসের মাধ্যমে মানুষ বিনোদন করতে পারবেন। অল্প সময়ের মধ্যে ভিডিও দেখতে পারবেন। গুগল ইঞ্জিন থেকে ওই অ্যাপস ডাউনলোড করা যাবে। ইনোসেন্স নামক মনোরঞ্জন মূলক এই অ্যাপসটি মঙ্গলবার থেকেই চালু করা হয়েছে।