আমাদের ভারত, সোনারপুর, ১৬ জুলাই: এবার জাল কেরোসিন তেলের হদিস সোনারপুরে। সোনারপুরের ধামাইতলায় রমরমিয়ে চলছিল জাল কেরোসিন তেলের কারবার। গোপন সুত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে বারোশো লিটার জাল কেরোসিন তেল উদ্ধার করেছে বৃহস্পতিবার রাতে। এই ঘটনায় পল্লব নস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পল্লবের বাড়িতেই জাল কেরোসিন তেলের কারখানা খোলা হয়েছিল বলে অভিযোগ। নকল কেরোসিন তেল ছাড়াও উদ্ধার করা হয়েছে ৭ কেজি কেমিক্যাল পাউডার, বলেরো পিক আপ ভ্যান ও নগদ ৮ হাজার টাকা। পুলিশের দাবি অভিযুক্তের আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুরে। অভিযুক্তের দাদু বিষ্ণুপুর এলাকার সরকারি রেশন ডিলার। সেখান থেকেই নীল কেরোসিন তেল সংগ্রহ করত। সরকারি যে কেরোসিন তেল রেশনের মাধ্যমে বিক্রি করা হয় তা নীল হয়। তা খোলা বাজারে বিক্রি বেআইনী। তাই এই ব্লু কেরোসিন তেল নিয়ে কেমিক্যাল মিশিয়ে সাদা কেরোসিন তেল তৈরি করে বিক্রি করত। চড়া দামে বিক্রি হত এই কেরোসিন তেল। এর পিছনে আর কোনও চক্র আছে কিনা বা এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।