সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৪ ফেব্রুয়ারি: পার্কিংয়ে রাখা তুলো বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার মিলন পল্লী কারপার্কিংয়ে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, বাংলাদেশে রপ্তানির পণ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসে মিলন পল্লী পার্কিংয়ে জড়ো হয়৷ শনিবার গভীর রাতে পার্কিং রাখা একটি তুলো বোঝাই ট্রাকের কেবিনে আগুন দেখতে পায় উপস্থিত চালকরা। মুহূর্তের মধ্যে ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য ট্রাক চালকরা। স্থানীয় লোকজন জল ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করে। ছুটে আসে বনগাঁ দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।