‌করোনা–চিকিৎসার সরঞ্জাম কেনা নিয়ে বিপুল দুর্নীতি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২০ আগস্ট: করোনা আবহে বিভিন্ন সময়ে জীবনদায়ী চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে বিপুল দুর্নীতির অভিযোগ উঠল সরকারি সংস্থার বিরুদ্ধেই। অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড নামে সরকারি সংস্থা এই চিকিৎসা সরঞ্জাম কেনার সময় বিপুল অঙ্কের টাকা নয়ছয় করেছে।
ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।
অভিযোগগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কোথাও কম দামের নিকৃষ্ট জিনিস বেশি দামে কিনে কোনও সংস্থাকে মুনাফা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, এত সরঞ্জাম কেনা হলেও হিসেবে প্রচুর গরমিল রয়েছে। নিয়ম-বহির্ভূতভাবে কিছু নির্দিষ্ট এজেন্সি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা
হয়েছে।

স্বাস্থ্য দফতর মারফত এই দুর্নীতির কথা জানতে পেরেছে নবান্ন। এর পরই অভিযোগগুলি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর আগে আমফান ত্রাণ ও রেশন বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এবারে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগেভাগেই সতর্ক রাজ্য প্রশাসন। কারো বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *