আমাদের ভারত, হুগলী, ১১ মার্চ: তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি বামেদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া পৌরসভায়।
পুরসভা সূত্রে খবর, এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে। শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩ জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ, ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬ জনের নাম অতিরিক্ত ছিল। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়। এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়।
তৃণমূল পরিচালিত এই পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদার বলেন, আজ পর্যন্ত কোনো সরকারি পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এ থেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবিতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরী প্রার্থীদেরও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।