স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৮ মে:
আবার করোনা রোগীর সন্ধান পাওয়া গেল নদিয়ার চাপড়ায়। এর আগেও চাপড়ার চারাতলার একজন প্রৌঢ়ের করোনা ধরা পড়েছিলো। যদিও তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এবার চাপড়া ব্লকের গাঁটরার এক যুবক করোনা আক্রান্ত হল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশন কারবার জন্য ভর্তি হন তিনি। সেখান তাঁর চিকিৎসা চলছিল। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ঐ যুবকের বয়স ২৮ বছর। জানা গিয়েছে, ওই হাসপাতালে এর মধ্যেই একজন করোনা আক্রান্ত হওয়ায় সকলের লালারসের নমূনা পরীক্ষা হয় গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই যুবকের সংস্পর্শে আসা তাঁর আত্মীয় স্বজন এবং আরও যাদের কাছে তিনি এরআগে গিয়েছিলেন, এরকম মোট ১৬ জনকে কৃষ্ণনগর রুইপুকুর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। বিষয়টির সতত্যা স্বীকার করে নিয়েছেন নদীয়া জেলাশাসক।