আমাদের ভারত, হাওড়া, ৪ আগস্ট: বাবার মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে মাস্ক ও স্যানেটাইজার তুলে দিয়ে করোনা সংক্রমণে সচেতনতার বার্তা দিল ছেলেরা। আর করোনা মোকাবিলায় ছেলেদের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।

ফুলেশ্বরের জগন্নাথপুরের বাসিন্দা বিশিষ্ট শ্রমিক নেতা বিজয় তেওয়ারির মৃত্যু বার্ষিকী ছিল মঙ্গলবার। প্রতিবছর এই দিনটাতে স্বর্গীয় বিজয় তেওয়ারির ছেলেরা এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেও এইবার করোনা আবহের কারণে সেই অনুষ্ঠান বাতিল করে পরিবর্তে সীমিত মানুষের হাতে মাস্ক ও স্যানেটাইজার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমত মঙ্গলবার বিকেলে নিজেদের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আমন্ত্রিত মানুষের হাতে মাস্ক ও স্যানেটাইজার তুলে দেন বিজয় তেওয়ারির ছেলেরা। বাবার মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এই অভিনব উদ্যোগ সম্পর্কে তাদের বক্তব্য, করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই আয়োজন।

