গোপীবল্লভপুরে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনার টিকাকরণ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনার টিকাকরণ প্রক্রিয়া। সোমবার গোপীবল্লভপুরের নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠ, কাপাসিয়া জুনিয়র হাই স্কুল ও সিজুয়া জুনিয়র হাইস্কুলের ২২০ জন ছাত্র ছাত্রীদের করবিভ্যাক্স ভেকসিন দেওয়া হল।

উল্লেখ্য, এর আগে, রাজ্যে ১৫ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীদের টিকাকরণের প্রক্রিয়া চলেছিল। এখনও ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে করোনার টিকাকরণ চলছে। তার মাঝেই এদিন সারা রাজ্যের পাশাপাশি গোপীবল্লভপুরেও শুরু হল ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। গোপীবল্লভপুর ১নং ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ছোটোদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণের বিষয়ে থাকছে আগের একই নিয়ম। অর্থাৎ কো উইন পোর্টালে নাম নথিভুক্ত করে তারপর অনলাইনে টিকা নেওয়ার সময় বেছে নিতে হচ্ছে। এছাড়াও টিকাকেন্দ্র গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে।

উল্লেখ্য, গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য করোনা টিকা করবিভ্যাক্স ভেকসিনের চূড়ান্ত ছাড়পত্র দেয়। নিয়মানুযায়ী, ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে। এ বিষয়ে নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুষারকান্তি মহাপাত্র বলেন, আজ ১২ থেকে ১৪ বছরের ২২০ জন ছাত্র ছাত্রীদের টিকাকরণ হয়েছে। কিছু জনের বয়সের সমস্যার জন্য হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *