করোনা-টিকাকরণের মহড়া শুরু হল পশ্চিমবঙ্গে

রাজেন রায়, কলকাতা, ২ জানুয়ারি: করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করার জন্য তার প্রথম পর্যায় হিসাবে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই সারা দেশে টিকাকরণের ড্রাই রান শুরু হল। কারা আগে টিকা পাবেন, কীভাবে এই টিকা দেওয়া হবে সে সংক্রান্ত বিস্তারিত একটি নির্দেশিকাও ইতিমধ্যেই জারি করা হয়েছে। সেই নিয়ম মত শনিবার পশ্চিমবঙ্গের তিন জায়গায় করোনা ভ্যাকসিনেশনের ড্রাই রান হয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, আমডাঙা ও সল্টলেকের দত্তাবাদে খোলা হয় ড্রাই রানের কেন্দ্র।

জানা গিয়েছে, প্রত্যেক ড্রাই রান ভ্যাক্সিনেশন কেন্দ্রে ২৫ জন স্বাস্থ্যকর্মী ছিলেন ‘মক ভ্যাকসিন’ নেওয়ার জন্য। প্রথমে প্রবেশ পথে চেকিং করা হয়। নথি মিলিয়ে দেখে নেওয়া হয় মক ভ্যাকসিন প্রাপকের তালিকায় নাম রয়েছে কি না। পরীক্ষা করে নেওয়া হয় শরীরের তাপমাত্রা। তালিকা মিলিয়ে নেওয়ার পর চলে মেডিকেল চেকআপ। টিকাকরণের জন্য কিছু শারীরিক পরিস্থিতি মিলিয়ে দেখা হয়। তারপর ভ্যাকসিনেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে মক ভ্যাকসিন প্রদান পর্ব। ছিলেন ভ্যাকসিনেশন অফিসার। তাঁরা এদিন মহড়া সেরে নেন।

এরপর সেই ঘরেই কো-উইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পোর্টালে রেজিস্ট্রেশন পর্ব। অবজারভেশন রুমে ৩০ মিনিট দেখা হয় শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না। যদি কোনও সমস্যা হত, তার জন্য প্রস্থান গেটের পাশে বিধাননগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন চিকিৎসার জন্য। পুরো প্রক্রিয়া শেষে ভ্যাকসিনেশন কেন্দ্র থেকে বেরিয়ে যান। এই ভাবে ২৫ জনের ভ্যাক্সিনেশন ড্রাই রান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *