আমাদের ভারত, ২৮ এপ্রিল: প্রতিদিন রেকর্ড ভাঙার একরকম অভ্যেসে পরিণত হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় একদিনে সর্বাধিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার মানুষ।
এখনো পর্যন্ত সর্বাধিক দৈনিক মৃত্যু ও সংক্রমণে মহারাষ্ট্রই শীর্ষে রয়েছে। একদিনে সেখানে ৯০০ জনের মৃত্যু হয়েছে। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি। ওই রাজ্যে নতুন করে করোনাই আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের ৮৯৫ জন করোনা রোগী মারা গেছেন। ঔরঙ্গাবাদ জেলাতেই সবচেয়ে বেশি হারে মৃত্যু হয়েছে।
এদিকে সংক্রমনের নিরীখে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি। যদিও দিল্লিতে মৃত্যুর হার কিছুটা কমেছে। কেরালায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। এটাই এখনো পর্যন্ত কেরলে সর্বোচ্চ।

