স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জুলাই:
এবার করোনায় আক্রান্ত হলেন রানাঘাটের এক তৃণমূল নেতা। রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস ঘোষের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।
সূত্রের খবর, কয়েকদিন যাবৎ অসুস্থ থাকায় গত শুক্রবার তার লালা রসের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার সেই রিপোর্ট পজেটিভ এসেছে। অন্যদিকে তাপস ঘোষের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই দুশ্চিন্তা বেড়েছে তৃণমূল কর্মীদের। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার তৃণমূল রাজ্যজুড়ে আন্দোলনে নামে। সোমবার সেই আন্দোলন কর্মসূচিতে রানাঘাট ১ ব্লকে তাপস ঘোষ ও শঙ্কর সিংহের নেতৃত্বে বড় প্রতিবাদ মিছিল হয়। আর তাপস ঘোষের করোনা আক্রান্তের খবর সামনে আসার পর স্বাভাবিক ভাবেই কিছুটা চিন্তিত তৃণমূল কর্মীরা।