ছত্রধর সহ পাঁচ অভিযুক্তের করোনা রিপোর্ট নেগেটিভ  

জে মাহাতো, ঝাড়গ্রাম, ১২ অক্টোবর: লালগড়ে সিপিএম নেতা খুনের মামলায় আজ সোমবার এনআইএ আদালতে হাজিরা দিয়ে ছত্রধর মাহাতো ও অন্য চারজন অভিযুক্তের করোনা রিপোর্ট জমা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালতl সেইমতো অন্য চারজনের সকলেরই করোনা রিপোর্ট পাওয়া গেছে এবং প্রত্যেকের নেগেটিভ রেজাল্ট এসেছেl একই সঙ্গে ছত্রধর মাহাতোও করোনা মুক্ত হয়েছেন।

তাদের আইনজীবী কৌশিক সিনহা বলেন, পাঁচজন অভিযুক্তের মধ্যে কেবলমাত্র ছত্রধর মাহাতোই করোনা আক্রান্ত হয়েছিলেন। বাকিরা তাঁর সংস্পর্শে আসায় তাদের নিভৃত আবাসে থাকতে হয়েছিল। গত শুক্রবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়l এই পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এনআইএ যে আবেদন জানিয়েছিল আজ সোমবার তার শুনানির দিন নির্দিষ্ট করেছিল আদালত। অভিযুক্তদের আইনজীবী কৌশিক সিনহা জানান, আদালতের নির্দেশ মত পাঁচজনই নির্দেশ মেনে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *