সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মে: এক দিকে বাড়িতে মৃত্যু শোখ। অন্যদিকে কোয়ারেন্টাইনে থেকেই পরিবারের আরও এক জনের শরীরে মিলল করোনার সংক্রামণ। উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দার করোনা আক্রান্তে মৃত্যু হয়। তারপর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় বাকি পরিবারের সদস্যদের। বুধবার সন্ধ্যেয় খবর আসে করোনায় মৃতের পরিবারের আরও এক সদস্যার করোনা পজিটিভ ধরা পড়ে। এদিন প্রশাসনের পক্ষ থেকে পজেটিভ ওই মহিলাকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। পরিবারে থাকা বাকি দুই সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়।
হাবড়ার বাদিন্দা বছর ৬২-র এক মহিলা এবার আক্রান্ত। দিন চারেক আগে তার দাদা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। দাদা আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে তার নমুনা নিয়ে করোনার পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই এলাকার মানুষ নিজেদের আরও বেশী গৃহবন্দি করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাবড়ার অশোকনগরে সংক্রামণ ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে এখনও সচেতনতা ফেরেনি। লকডাউন উপেক্ষা করে প্রশাসনের নজর এড়িয়ে চলছে বাজার হাট।