আমাদের ভারত, হুগলী, ১৮ মে: করোনা বা ইনফ্লুয়েঞ্জার মত রোগ প্রতিরোধে আর্সেনিকাম এ্যালবাম নামের একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন দেশ সহ আমাদের দেশের বেশ কয়েকটি রাজ্যে এই ওষুধ প্রয়োগ করে ফল পাওয়া গিয়েছে বলে দাবি হোমিওপ্যাথি চিকিৎসক মহলে। তাই মানুষের মধ্যে এই ওসুধ প্রয়োগ করতে ও ব্যবহার বিধি বোঝাতে বিনামূল্যে ওসুধটি বিলি বন্টন করছেন কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ।
সোমবার হুগলীর ডানকুনি থানার পুলিশ কর্মীদের এই ওষুধ তুলে দেন হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠনের সদস্যরা। করোনা প্রতিরোধে প্রথম সারিতে থাকা মানুষদের এই ওষুধ সম্বন্ধ্যে অবগত করতেই এই উদ্যোগ। এদিন পুলিশ কর্মী সহ তাদের পরিবারের ৭০ জনের জন্য এই ওষুধটি তুলে দেওয়া হয়। আগামী দিনে বাকি থানা গুলিতেও এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিকিৎসক সৌরাজ ঘোষ।