উত্তরপাড়ায় করোনা পজিটিভ মহিলার মৃত্যু বাড়িতেই, নির্বিকার প্রশাসন!

আমাদের ভারত, হুগলী, ১১ জুলাই: করোনা পজিটিভ মহিলার মৃত্যু হল বাড়িতেই। ঘটনাটি ঘটেছে হুগলীর উত্তরপাড়ার সুকান্ত সরণীর ভদ্রকালী এলাকায়। ওই এলাকার বাসিন্দা রূপশ্রী রক্ষিত গত কয়েকদিন ধরে পাতলা পায়খানা নিয়ে ভুগছিলেন। গত পরশু তাকে উত্তর পাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তার এক্সরে করতে বলা হয়, কিন্তু তাকে ভার্তি নেওয়া হয়নি নার্সিংহোমে।

গতকাল থেকে কলকাতা সহ জেলার বেশীরভাগ হাসপাতালে ঘুরলেও কোথাও তাকে ভর্তি নেওয়া হয়নি। গতকাল মেডিকাতে তার কোভিড টেষ্ট হয়। তারপর থেকে তাকে বাড়িতেই রাখা হয়। আজ সকালে তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। উত্তরপাড়া পুরসভা, থানা থেকে স্থানীয় ডাক্তার সকলকেই বিষয়টি জানান তার বাড়ির লোকজন। আজ বিকেল তিনটে নাগাদ মারা জান ওই মহিলা। এখনও তার দেহ পড়ে রয়েছে বাড়িতে। কিন্তু কোনও মহল থেকে সাহায্য পাচ্ছেন না বাড়ির লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *