আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ আগস্ট : ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ থাকলেও স্বাস্থ্য দপ্তরের আর একটি রিপোর্টে নেগেটিভ হওয়ার ফলে দোটানায় পরিবার। গত ১৬ আগস্ট করোনা পজিটিভ হওয়ায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক ৬৫ বছরের রোগীকে রেফার করা হয় পাঁশকুড়ার বড়মা হাসপাতলে। সেখানে আইসিইউতে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় ওই রোগী। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল পরিবারের তরফ থেকে স্বাস্থ্য ব্যবস্থার দূরাবস্থা নিয়ে। সেই ব্যক্তির মৃত্যুর পরেও আবারো প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য দপ্তর। মৃত এই বৃদ্ধকে তমলুক জেলা হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ লেখা আছে। কিন্তু অন্যদিকে আবার কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে হোয়াটসঅ্যাপের রিপোর্টে কোভিড নেগেটিভ লেখা আছে। ফলে পরিবার দোটানায় পড়েছে। তাদের প্রশ্ন তাদের রোগী কিসে মারা গেলেন সেটা নিয়ে তারা এখনো অন্ধকারে।
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের সুপার ডাক্তার গোপাল দাসের কাছে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি পুরো ব্যাপারটি না জানার কথা বলে এড়িয়ে যান।
অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল দুরকমের রিপোর্টের কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, নমুনা সংগ্রহের সময় কোনও সমস্যার ফলে দুরকম রিপোর্ট এসেছে। এই ঘটনা জানার পর মৃতের পরিবারের বক্তব্য রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল তা সহজেই অনুমান করা যায়।