জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ আগস্ট:
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগীদের ওয়ার্ডে রাতভর করোনা আক্রান্ত রোগীকে রাখায় অন্যান্য রোগীর পরিবার পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সন্ধ্যের পর ৭০/৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিকেলের নতুন বিল্ডিংয়ের মেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়, পরবর্তী সময়ে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত জানতে পারায় ওয়ার্ডের অন্যান্য রোগী ও তাদের পরিবার-পরিজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এক রোগীর আত্মীয় প্রশান্ত সাউয়ের অভিযোগ, করোনা আক্রান্ত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও সুপারকে বারবার জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।
জানা গেছে, করোনা আক্রান্ত বৃদ্ধকে ওই ওয়ার্ড থেকে সরানোর দাবিতে আজ সকালে রোগীদের আত্মীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। সকালে আক্রান্ত বৃদ্ধকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

