জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট:
শ্বাসকষ্ট সহ বেশ কিছু উপসর্গ নিয়ে ভুগতে থাকা বেলদার এক ব্যক্তিকে শুক্রবার বেলদা গ্রামীণ হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের বাইরেই তার মৃত্যু হয়েছে। মধ্যবয়স্ক মৃত ব্যক্তি বেলদার একজন স্বর্ণ ব্যবসায়ী।
জানাগেছে, হাসপাতালে প্রবেশ করানোর মুহূর্তে তার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল। এই ঘটনায় বেলদা এলাকায় চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা পজিটিভ ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুর পর বেলদা এলাকায় সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।


