আমাদের ভারত, বীরভূম, ২৬ জুলাই: বীরভূমের রামপুরহাটে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর পর মৃত্যু হল আরো এক ব্যক্তির। মৃতের নাম আশিস মন্ডল। বয়স ৬৩ বছর। তার বাড়ি বীরভূমের নলহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। আজ বাসুদেব রায় নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়। বয়স ৭৫ বছর। তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায়। গতকাল তাকে রামপুরহাট কোভিট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়। বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। মৃতের পরিবারের লোকজনদের আইসোলেসনে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে বীরভূমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ছʼজনের। তার মধ্যে রামপুরহাট পুরসভা এলাকায় দুজন।

