বিয়েবাড়ি থেকে সংক্রমণ! পুরুলিয়ায় করোনা আক্রান্ত বাড়ছে, তৎপর প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ১৯ জুলাই: পুরুলিয়া শহর তথা জেলায় ক্রমশ বাড়ছে কোভিড-১৯’র আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্ত হলেন তিন পরিযায়ী শ্রমিক। একটি বিশেষ সম্প্রদায়ের বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে পুরুলিয়া শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা প্রশাসনের।

ওই বিয়ে বাড়িতে ৭০০ লোকের সমাগম হয়েছিল বলে স্থানীয়দের দাবি। কলকাতা থেকে জলসার দলও এসেছিল। পুরুলিয়া শহরের আক্রান্তরা সবাই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।

সবে মিলে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১১৫ জন। এঁদের মধ্যে ৯ জন একটিভ। বাকি ১০৬ জন করোনা মুক্ত হয়ে গেছেন। এদিন ৩২৯ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষা র নেওয়া হয়। পুরুলিয়া শহরের আরও একটি কনটেইনমেন্ট জোন সংযুক্ত করা হল। পুরুলিয়া শহরের বরাকর রোডে ওই কনটেইনমেন্ট জোনটিকে তৎপরতার সঙ্গে বাঁশ দিয়ে চিহ্নিত করল পুরুলিয়া সদর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *