আমাদের ভারত, হুগলী, ২৪ জুলাই: মারাত্মক হারে করোনা সংক্রমণ বাড়ছে হুগলী জেলার কোন্নগরের কানাইপুর অঞ্চলে। শুক্রবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব জানান, এই মুহুর্তে কানাইপুর অঞ্চলে ৪৩ জন করোনায় আক্রান্ত রয়েছেন। আর গত দুদিনে আক্রান্ত হয়েছে ২৩ জন। তার মধ্যে কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরাও রয়েছেন। এছাড়া কানাইপুর ফাঁড়ির তিনজন পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

এই মুহূর্তে পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব কানাইপুর এলাকায় সম্পূর্ণ লকডাউন করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন হুগলীর জেলাশাসকের কাছে। কানাইপুর গ্রামপঞ্চায়েত অফিসের কাজ আগামী সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


