সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মে: পুরুলিয়ার বলরামপুরের এক প্রৌঢ় হৃদরোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। ওই ব্যক্তির পারিবারিক সূত্রে জানাগেছে, ২৩ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ঝাড়খন্ডের টাটাতে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। লক্ষণ সন্দেহজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো টাটা মেন হাসপাতালে তার লালা রস পরীক্ষা হয়। ২৬ তারিখ ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তারপর তাঁকে টাটা মেন হাসপাতালের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
আক্রান্তের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা এখন ঠিক রয়েছে। তবে তাঁদের দুই ভাইয়ের সোয়াব সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে বিষয়টি আজ জেলা প্রশাসন স্বীকার করে জানায়, বলরামপুরে আক্রান্তের পরিবারকে নজরে রাখা হয়েছে। তাঁর স্ত্রী এবং মাকে নজরে রেখেছে। দ্রুত ওই এলাকা স্যানিটাইজেশন করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার খবর চাউর হতেই আরও সতর্ক হয়েছেন বলরামপুরবাসী।