আমাদের ভারত, নীল বনিক, কলকাতা, ৫ সেপ্টেম্বর: লক ডাউন না মানার জন্যই করোনার সংক্রমন ঊর্ধ্বমুখী। শনিবার দমদমে এইকথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রথমদিকে ঠিকমতো লকডাউন মানলে সংক্রমণ নিয়ন্ত্রনে থাকতো। পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্য শুধুমাত্র কেন্দ্রের বিরোধীতার জন্য লকডাউন প্রথমে মানেনি। তারফল এখন মানুুষকে ভুগতে হচ্ছে।
দিলীপ ঘোষের অভিযোগ, প্রথম দিকে লকডাউন না মানলেও তারাই এখন রাজনীতি করার জন্য লকডাউন করছে। পশ্চিমবঙ্গ সরকারের ডাকা লকডাউনের কোনও মাথামুন্ডু নেই বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, অপরিকল্পিত ভাবে লকডাউন করে এখন আর সুরাহা দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি ভারতে করোনার সংক্রমনের বৃদ্ধির হার নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই বলে মনে করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জনসংক্ষার অনুপাতে করোনার সংক্রমণ এখন দেশে নিয়ন্ত্রনে। সুস্থতার হারেও দেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে জানান দিলীপ ঘোষ।

