আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মে: দিল্লি থেকে অস্ত্র নিয়ে ফিরে করোনা সংক্রমিত হয়েছিল ৬ রেল রক্ষী। অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর শাখার ৬ জন আরপিএফ জাওয়ান। রবিবার দুপুরেই পাঁশকুড়ার বড়মা করোনা লেভেল ৩ হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় ৬ রেল রক্ষীকে। রবিবারে খড়্গপুরে ফিরছে তারা। তবে সকলকেই আরও ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। আরপিএফ কর্মীরা সুস্থ হয়ে বাড়ি ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরল রেল এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে।